২০২৩ বেফাক পরিক্ষার সিলেবাস এবং ৪৭তম কেন্দ্রীয় বেফাক পরিক্ষার তারিখ ঘোষনা।

icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ,

বাংলাদেশের কওমি মাদরাসাসমূহের সবচেয়ে বৃহত্তম বোর্ড।এটি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড নামেও পরিচিত।

বেফাকুল মাদারিস তাদের নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যসূচি প্রণয়ন, উন্নয়ন, বিভিন্ন স্তরভেদে পরীক্ষা গ্রহণ এবং সনদ প্রদানের কাজ করে। 

বেফাক ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে তাদের অধীনে প্রায় ২০ হাজার কওমি মাদরাসা রয়েছে।

মহিলা মাদ্রাসার সিলেবাস ২০২৪

দেশের কওমি মাদরাসাভিত্তিক শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হতে যাচ্ছে। 

আরো পোস্ট পড়ুন

আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এ পরীক্ষায় অংশ নেবে মাদরাসার ছয় স্তরের শিক্ষার্থীরা। 

৪৭তম বেফাকর পরিক্ষার সিলেবাস ২০২৪

কমানো হলো এবছরের বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষার ফি। সেই সাথে ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে।

৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা হতে মারহালা বিশেষে ২০-২৫% পর্যন্ত পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে আসন্ন ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা শুরুর তারিখ ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ঈসাব্দ/০২ শাবান ১৪৪৫ হিজরি/৩০ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ রোজ মঙ্গলবার নির্ধারন করা হয়। 

৪৭তম পরিক্ষার নেসাবের লিংক উপরে দেওয়া হলো,

৪৬তম পরিক্ষার নেসাব যেমন ছিলো নিচ থেকে দেখে নিন

মেশকাত জামাতের ফেরকায়ে বাতেলাহ এর নমুনা প্রশ্ন. 


হেফজ বিভাগের নেসাব 


কিতাব বিভাগের বেফাক পরিক্ষার্থী জামাদের নেসাব
এডমিন.  কওমী কলম.কম
Previous Post Next Post